ঈদের তৃতীয় দিনে যমুনার পাড়ে শর্টপিচ ক্রিকেট ফাইনাল

যমুনারপাড়ে আজ বৃহস্পতিবার শর্টপিচ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে যমুনার পাড় যুব সমাজের উদ্যোগে শর্টপিচ ফাইনাল ক্রিকেট খেলার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে যমুনার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ১৩ নং ভবানীপুর ইউনিয়ন পরিষদ ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহীনূর মল্লিক জীবন। এ ছাড়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।