রাজশাহীতে মিম হত্যা মামলায় গ্রেপ্তার আরও ৩

রাজশাহী নগরীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখেরচক এলাকার শাকিল (২১), তার ভাই রবিন (২৭) ও শেখেরচক বিহারীপাড়ার শুভ (২৪)।
আজ শনিবার (৫ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এসব তথ্য নিশ্চিত করেছেন।
আসিফ আল-রাজেক জানান, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে এজাহারনামীয় ১৩ জন আসামিসহ অজ্ঞাতনামা ৮-১০ জন পরিকল্পিতভাবে নগরীর টিকাপাড়া কেমিকোর সামনের গলিতে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগী মো. মীমকে (২৩) এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেখে দ্রুত পালিয়ে যায় তারা। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় বোয়ালিয়া থানায় নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। জড়িত আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আসামি রুমনকে গত ২৭ মার্চ গ্রেপ্তার করে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
আসিফ আল-রাজেক আরও জানান, এ ঘটনায় আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।