বাউফলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পটুয়াখালীতে শনিবার রাতে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাড. কামাল হোসেন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। ছবি : এনটিভি
পটুয়াখালীর বাউফলে অপারেশন ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাড. কামাল হোসেন বিশ্বাসকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৫ এপ্রিল) রাতে পটুয়াখালীর কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামাল বিশ্বাস বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ডেভিলহান্ট অভিযানে কামাল হোসেন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে তাকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।