এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধার পাশে ইউএনও

এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নওগাঁ বদলগাছীর জগৎনগর গ্রামের ৯০ বছরের বৃদ্ধা সুফিয়া বেগমের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। আশ্রয় পেলেন বড় ছেলে মোতাহার রহমানের ঘরে। সোমবার বিকেলে (৭ এপ্রিল) সুফিয়া বেগমকে দেখতে তার বাড়িতে যান ইউএনও। এ সময় সুফিয়া বেগমকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এর আগে ৪ এপ্রিল এনটিভি অনলাইনে ‘বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে রেখে গেছেন সন্তানরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এরপরই তার পাশে দাড়ান ইউএনও।
জানা গেছে, বৃদ্ধা সুফিয়া বেগমের আট সন্তান। পরম আদর-যত্নে বড় করেছেন তাদের। কেউ করেন সরকারি চাকরি, কেউ আবার ব্যবসা। শেষ বয়সে সেই আট সন্তানের কাছে চেয়েছিলেন একটু আশ্রয়। দুবেলা খাবার। কিন্তু ৯০ বছরের বৃদ্ধা মা এখন তাদের বোঝা। স্বামীর রেখে যাওয়া ৪০ বিঘা সম্পত্তি আর নিজ হাতে গড়া সংসারে ঠাঁই মিলছিল না তার। স্বামী মারা যাওয়ার পর কোনো সন্তান তার ভরণপোষণের দায়িত্ব নিতে চাইছিলেন না।
সুফিয়া বেগমের বড় ছেলে মোতাহার রহমান বলেন, ‘আমার মা এখন ভালো আছেন। যতদিন বাঁচবেন, তিনি আমার কাছেই থাকবেন। মায়ের চিকিৎসা ও ওষুধের খরচ আমি বহন করব। অন্য কোনো ছেলে-মেয়ের আশা করি না।’
বৃদ্ধার খোঁজ নেওয়ার পর ইউএনও এনটিভি অনলাইনকে বলেন, ‘সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। তারপর জেলা প্রশাসনের নির্দেশে সেই বৃদ্ধা মায়ের খোঁজ নিতে আসি। বয়স্ক ভাতার জন্য আবেদন করতে বলেছি। অন্যান্য চিকিৎসা সংক্রান্ত আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সরকার, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন ওনার সঙ্গে আছে।’