পত্নীতলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার ইউনুস আলী। ছবি : এনটিভি
নওগাঁর পত্নীতলায় মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউনুস আলীকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৯টায় উপজেলার বেংডম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউনুস আলী উপজেলার হেলেঞ্চা ডাংগি গ্রামের বাসিন্দা।
পত্নীতলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আফজাল হোসেন বলেন, গ্রেপ্তার ইউনুস আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।