অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার সন্ত্রাসী ‘শুটার’ বিপু

অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন হত্যাসহ কমপক্ষে ১০টি মামলার আসামি ‘শুটার বিপু’। র্যাবের একটি যৌথ আভিযানিক দল শনিবার (৩ মে) ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
গত ৫ মার্চ রাতে রাজধানীর মগবাজারে আবাসিক এলাকায় অস্ত্রের মহড়া দেওয়ার সময় গণপিটুনির শিকার হন মাহফুজুর রহমান বিপু ওরফে শুটার বিপু। পরে বিপুকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেয় পুলিশ।
গণপিটুনির ওই ঘটনার পর ১৯ এপ্রিল রাজধানীর হাতিরঝিল এলাকায় মাথায় গুলি করা হয় যুবদল নেতা আরিফ সরদারকে। দুইদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে হাতিরঝিল থানায় মামলা দায়ের করে নিহতের পরিবার। সেখানেও আসে বিপুর নাম। মামলার এজাহারে ৩ নম্বর আসামি করা হয় বিপুকে। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি।
অবশেষে র্যাবের জালে ধরা পড়েন সন্ত্রাসী বিপু। শনিবার ভোররাতে র্যাব-৩ ও র্যাব-১০ এর যৌথ একটি দল ফরিদপুরের মধুখালী থেকে গ্রেপ্তার করেছে শুটার বিপুকে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিপুর বিরুদ্ধে রাজধানীর আলোচিত মুরগি মিলন হত্যা এবং অস্ত্র মামলাসহ ১০টি মামলা রয়েছে রাজধানীর বিভিন্ন থানায়।