সাভারে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা

সাভার মডেল থানা। ফাইল ছবি
সাভারের বিরুলিয়ায় শুকুর সিকদার (৩৪) নামে এক রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার (৪ মে) সকালে বিরুলিয়ার সামাইর গ্রামে এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবাদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির গলায় ও মুখে পাঁচটি বড় ক্ষতের চিহ্ন রয়েছে। কারা কী উদ্দেশ্যে তাকে কুপিয়ে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, সকালে সামাইর গ্রামের জয়নাল মেম্বারের বাড়ির পাশে রং মিস্ত্রির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।