বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখর গুলশান-২ চত্বর

গুলশান-২ চত্বরে নেতা-কর্মীদের ঢল। ছবি : এনটিভি
চিকিৎসা শেষে চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছানোর কথা রয়েছে তার।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে এবং দলীয় চেয়ারপারসনকে এক নজর দেখতে রাজধানীর গুলশান-২ চত্বরে জড়ো হয়েছেন নেতা-কর্মীরা। সকাল থেকেই গুলশান-২ চত্বরে নেতা-কর্মীদের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন। নেতা-কর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
নরসিংদী থেকে আগত এক নারী নেত্রী বলেন, ‘ম্যাডাম চিকিৎসা শেষে দেশে ফিরছেন। তাকে স্বাগত জানাতেই আমরা আজকে এখানে এসেছি।’