গোয়ালঘরের তালা ভেঙে ৫ গরু চুরি

গোয়াল ঘরের তালা ভেঙে কৃষকের পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। আয়ের একমাত্র অবলম্বন গরুগুলোকে হারিয়ে আর্তনাদ করছেন কৃষক আবুল বাশার। গতকাল শনিবার দিনগত রাতে কুমিল্লা সদর উপজেলার এক নম্বর কালিরবাজার ইউনিয়নের কামাইরবাগ গ্রামে এই চুরির এ ঘটনা ঘটে।
কৃষক আবুল বাশার জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় তিনি তাঁর গোয়ালঘরে গরুগুলোকে খাবার দিয়ে আসেন। পরে গোয়াল ঘরের দরজায় তালা দিয়ে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়েন। ভোর ৪টায় ঘুম থেকে উঠে দেখেন উঠানে একটি বাছুর হাঁটাহাঁটি করছে। পরে গোয়ালঘরে গিয়ে দেখেন দরজার তালা ভাঙা। গরু নেই। তখন তিনি চিৎকার করতে থাকেন।
আজ রোববার দুপুরে কৃষক আবুল বাশার কান্নাজড়িত কণ্ঠে বলেন, গোয়ালঘরে আটটি গরু ছিল। চোরের দল তিনটা গাভি, একটা বাছুর ও একটা বলদ গরু নিয়ে যায়। বাকি তিনটার মধ্যে একটা সকালে ফিরে আসে। দুইটাকে বাড়ির পাশে পাওয়া যায়।
আবুল বাশার আরও বলেন, গাভিগুলো দৈনিক ১০ থেকে ১২ লিটার দুধ দিত। দুধ বিক্রি করে কোনো মতে তাঁর সংসার চলত।
আবুল বাশারের স্ত্রী জানান, প্রতিদিন তিনি সন্তানের মতো করেই গাভি ও বাছুরগুলোকে গোছল ও খাবার খাওয়ানোর কাজটি করতেন।
আবুল বাশারের মেয়ে তাহমিনা জানান, গরু চুরির খবর শুনে তিনি বাবার বাড়িতে আসেন। তার বাবার আয়ের উৎস ছিল গরুর দুধ বিক্রির টাকা। তিনি চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, তিনি চুরির ঘটনার খবর শুনেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।