খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগনেতা গ্রেপ্তার

গ্রেপ্তার নিলয় চৌধুরী। ছবি : এনটিভি অনলাইন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা নিলয় চৌধুরীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার থানা পাড়া বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার নিলয় চৌধুরী উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম থানাপাড়ার বাসিন্দা। তিনি দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
ওসি জাকারিয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি দীঘিনালা থানায় গত বছরের ২৩ আগস্ট করা একটি মামলার সন্দেহভাজন আসামি। বিধি মোতাবেক তাকে আদালতে সোপর্দ করা হবে।