ঠাকুরগাঁও সীমান্তে ১৭ বাংলাদেশিকে পুশইন

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাপাসার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৭ বাংলাদেশিকে পুশইন করেছে। গতকাল শনিবার (১৭ মে) ভোরে এই ঘটনাটি ঘটে। পরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদের আটক করে থানায় হস্তান্তর করে।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের দিনাজপুর ইউনিটের অধীনস্থ চাপাসার বিওপির একটি টহল দল ভোররাতে সীমান্তের মেইন পিলার ৩৪৮/২-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর নামক এলাকায় তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে ৪ জন শিশু, ১১ জন নারী ও ২ জন পুরুষ।
আটকরা হলেন- বেনাপোল থানার রফিকুল ইসলামের স্ত্রী পারভীন বেগম, ঝিনাইদহের কোটচাঁদপুর থানার সহিরুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম, যশোরের শার্শা থানার মৃত রবিউল ইসলামের স্ত্রী নুরুন নাহার বেগম, পটুয়াখালীর কলাপাড়া থানার মৃত ইউসুফ আলীর স্ত্রী ময়না বেগম, যশোর সদর থানার মৃত আরশাদুল হকের স্ত্রী শায়না শেখ, যশোরের ঝিকরগাছা থানার মৃত রবিউল গাজীর স্ত্রী রহিমা গাজী, যশোরের মনিরামপুর থানার আল আমিন মিয়ার স্ত্রী বিলকিছ বেগম, খাগড়াছড়ির দীঘিনালা থানার রুহুল আমিনের স্ত্রী. রাশিদা বেগম, খাগড়াছড়ির দীঘিনালা থানার রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলাম, খাগড়াছড়ির দীঘিনালা থানার সাইফুল ইসলামের স্ত্রী নুরতাজ বেগম, বরিশালের গৌরনদী থানার সোহেল শিকদারের স্ত্রী নাছিমা বেগম, খাগড়াছড়ির দীঘিনালা থানার সাইফুল ইসলামের মেয়ে সায়রা খাতুন, খাগড়াছড়ির দীঘিনালা থানার সাইফুল ইসলামের ছেলে সোহেল, নড়াইলের কালিয়া থানার ইলিয়াস মোল্লার ছেলে রহিম, জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার স্ত্রী লাভলী, কালিয়া থানার ইলিয়াস মোল্লার ছেলে সামিউল মোল্লা ও কালিয়া থানার ইলিয়াস মোল্লার মেয়ে আফসানা মোল্লা।
এ বিষয়ে চাপাসার বিওপির দায়িত্বপ্রাপ্ত কমান্ডার জানান, আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাই তাদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, বিএসএফ সীমান্ত দিয়ে ১৭ জন বাংলাদেশিকে পুশইন করেছে। পরে বিজিবি তাদের আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।