জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নেতারা
মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তি। সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আজ শনিবার (২৪ মে) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতারা। এতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, জাতীয় যুবশক্তি কখনো অন্য কোনো দলের যুব সংগঠনের মতো হবে না। এটি ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার নয়, বরং দেশের যুব সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। আমরা যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সাহসী অবস্থান নেব। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য আমরা রাজপথে থাকব।
তারিকুল ইসলাম আরও বলেন, এই ঘোষণাপত্র বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে একটি মহল সক্রিয় রয়েছে। কিন্তু জাতীয় যুবশক্তি রাজপথে আন্দোলন চালিয়ে যাবে যতদিন না ঘোষণাপত্র কার্যকর হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে দলটির নেতাকর্মীরা রওনা হন রায়েরবাজার বধ্যভূমির কবরস্থানের উদ্দেশে। সেখানে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে অংশ নেবেন তারা।