‘পরিবেশ রক্ষার যেকোনো উদ্যোগে সহযোগিতা করবে পুলিশ’

পরিবেশ রক্ষার যেকোনো উদ্যোগে পুলিশ সহযোগিতা করবে এবং বনাঞ্চল ও রাস্তায় গভীর রাতে ময়লা বর্জ্য ফেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন গাজীপুর পুলিশ সুপার চৌধুরী ড. মো. যাবের সাদেক। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত “পরিবেশ বিপর্যয় রোধে করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বন পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান বলেন, পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ বর্জ্য। একজন মানুষ দৈনিক গড়ে ৫০০ গ্রাম বর্জ্য উৎপন্ন করেন। পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগানোই নয়, তা সঠিকভাবে পরিচর্যা করাও জরুরি।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আরেফিন বাদল জানান, শিল্প কারখানাগুলো তাদের তরল বর্জ্য নদী, খাল ও বিলগুলোতে ফেলে দিচ্ছে। ইতোমধ্যে ১২টি কারখানার সেবা সংযোগ বন্ধ করা হয়েছে এবং আরও আটটির সংযোগ বন্ধ করা হবে।
রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন বলেন, নদী ও পরিবেশ জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। পরিবেশ রক্ষায় আইনের প্রয়োগ এবং সচেতনতা অপরিহার্য।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা পরিবেশ বিষয়ক বক্তৃতা ও কুইজে অংশ নেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী ও সাংবাদিকরা।