৩৪ কোটি টাকার কষ্টিপাথর ও বিদেশি মদসহ আটক ৪

রাজধানীর বেইলি রোড থেকে তিনটি কষ্টিপাথরের মূর্তি এবং ১১০ বোতল বিদেশি মদসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০।
মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৮টায় কেরানীগঞ্জের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটকেরা হলেন-মোহাম্মদ জাকির হোসেন (৬৫), আহমদ মোস্তফা (৪৪), মো. আনারুল হক (৪৮) ও মো. হাবিবুর রহমান (৪২)।
র্যাব-১০ এর অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি অভিযানিক দল একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে আনুমানিক ৩৪ কোটি টাকা মূল্যমানের তিনটি কষ্টিপাথরের মূর্তি এবং আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যমানের ১১০ বোতল বিদেশি ব্র্যান্ডের মদসহ ব্যবসায়ী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে।
মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘অভিযানে উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিগুলো শুধু প্রাচীন শিল্পকলার নিদর্শনই নয় বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ও বহন করে। শত শত বছর আগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই কষ্টিপাথরের মূর্তিগুলো আমাদের অতীত সভ্যতা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পবোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এগুলো সংরক্ষণ কেবল একটি প্রশাসনিক কর্তব্য নয়, এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা। আমরা চাই এসব ঐতিহাসিক নিদর্শনগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হোক, যাতে সাধারণ দর্শক, গবেষক এবং ভবিষ্যৎ প্রজন্ম এগুলো থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিতে পারে। মূর্তিগুলো জাদুঘরে সংরক্ষণের ফলে সাধারণ জনগণ দেখার সুযোগ পাবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ইতিহাস ও সংস্কৃতির চেতনা জাগ্রত হবে।’
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।