ভ্যান চুরি হওয়ায় দিশেহারা প্রতিবন্ধীর পাশে ইউএনও

ভ্যান চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়া প্রতিবন্ধীর পাশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ২০ হাজার টাকার চেক ওই প্রতিবন্ধীর হাতে তুলে দেন তিনি।
ওই প্রতিবন্ধী হলেন মাসুম শেখ (৩০)। জন্ম থেকেই শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী তিনি। বাড়ি উপজেলার কুশলী গ্রামে। চার বছর আগে বিয়ে করেন তিনি। এরপর এনজিও থেকে ঋণ নিয়ে কিনেন একটি ভ্যান। ওই ভ্যানের উপার্জনেই চলত তাদের তিনজনের সংসার। গত ৩১ জুলাই রাতে বাড়ি থেকে সেই ভ্যানটি চুরি হয়ে যায়। এরপর সাহায্যের আশায় দ্বারে দ্বারে ঘুরতে থাকেন। হয়ে পড়েন দিশেহারা।
বিষয়টি কুশলী ইউপি চেয়ারম্যান ইসতিয়াক হোসেনের মাধ্যমে জানতে পারনে ইউএনও। পরে তিনি ছুটে যান মাসুমের বাড়িতে। তিনি মাসুমকে ভ্যান কেনার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীকে ২০ হাজার টাকার ব্যবস্থা করে দিতে বলেন। বাঁচার নতুন অবলম্বন কেনার টাকা পেয়ে খুশিতে আত্মহারা প্রতিবন্ধী যুবক মাসুম।
আপ্লুত কণ্ঠে মাসুমের মা আবেজান বেগম বলেন, আমার প্রতিবন্ধী ছেলে মাসুম ভ্যান চালিয়ে সংসার চালাতো। ভ্যানটি চুরি হওয়ার পর থেকে অনেকের কাছে সাহায্যের জন্য গিয়েছে। কিন্তু কেউ সাহায্য করেনি। পরে কুশলী ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে ইউএনও ম্যাডাম জানতে পারেন। তিনি মাসুমকে ডেকে ভ্যান কেনার জন্য ২০ হাজার টাকা দিয়েছেন। এ টাকা দিয়ে ভ্যান কিনে আমার ছেলে আয় করে সংসার চালাতে পারবে।
ইউএনও ফারজানা আক্তার বলেন, বিষয়টি জানতে পেরে সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী মাসুম শেখের জন্য যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি মাত্র। আগামীতে আর্তমানবতার ও জনসেবায় উপজেলা প্রশাসন কাজ করে যাবে।