তীব্র ভাঙনে পায়রা পাড়ের মানুষ দিশেহারা

পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর তীব্র ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, ভিটে মাটি, রাস্তাসহ বিভিন্ন স্থাপনা। অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে পায়রা পাড়ের আলগী গ্রামের হাজারো মানুষ। ভাঙন রোধে টেকসই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। আজ শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের পায়রা নদীর পাড়ে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন এবিপার্টি পটুয়াখালীর সদস্য সচিব প্রকৌশলী মো. কামাল হোসেন, ইউপি সদস্য সরোয়ার শিকদার, সাবেক ইউপি সদস্য সুলতান তালুকদার, স্থানীয় বাসিন্দা জাকির বিশ্বাস, মো. সুমন হাওলাদার, দুমকি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম ও সাংবাদিক জসিম উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, ইতোমধ্যে আলগী গ্রামের বেশীর ভাগ পায়রা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। পায়রা নদীর স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় লেবুখালী থেকে আলগী গ্রামের প্রায় দুই কিলোমিটার ওয়াপদা ভেঙে গেছে। এতে পুরো গ্রামে ভাঙনের আতঙ্ক বিরাজ করছে। ভাঙ্গন কবলিত এলাকার পরিবারগুলোর নারী, পুরুষ, শিশু-কিশোর সবাই নিজেদের মালামাল বহন করে কাছের সরকারি রাস্তার ওপর স্তুপ করে রাখছেন। নদী ভাঙ্গনে অন্তত শতাধিক পরিবার এখন নিঃস্ব হয়ে পরেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. এজাজুল হক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে জানানো হয়েছে। তারা জানিয়েছেন এই মুহূর্তে জরুরি ভিত্তিতে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আশাকরি দ্রুততম সময়ে বাস্তবায়ন হবে।