রাস্তার মাঝে ইটের দেয়াল গুঁড়িয়ে দিল প্রশাসন, স্বস্তিতে ২৫ পরিবার

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাটিকামারা এলাকায় প্রভাবশালীদের ইটের দেওয়ালের কারণে চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে পড়েছিল। এতে অন্তত ২৫টি পরিবারসহ শতাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েন। একই সঙ্গে হুমকির মুখে পড়ে একটি পোল্ট্রি ফার্ম, ওষুধ ফার্মেসি ও পোল্ট্রি খাবারের দোকান।
স্থানীয়দের লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দারের নেতৃত্বে প্রশাসন অভিযান চালিয়ে ইটের দেয়াল গুঁড়িয়ে দেয় এবং বালুর স্তূপ সরিয়ে দেয়। এতে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।
সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক ঘেঁষে শিপলু তেলপাম্প ও পাম্প এলাকায় প্রায় ২৫টি পরিবার বসবাস করছেন এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসার গাড়ি ও সাধারণ মানুষের চলাচলের একমাত্র পথটি ইটের দেওয়াল ও বালুর স্তূপ দিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছিল।
শিপলু পোলট্রি ফিড ও ফার্মেসির মালিক মো. বাবুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে স্থানীয়রা এই পথ ব্যবহার করে আসছিল। কিন্তু মঙ্গলবার স্থানীয় প্রভাবশালী রেজাউল, জিয়াউর ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিশ্বাসসহ কয়েকজন ইটের দেয়াল ও বালু ফেলে পথ বন্ধ করে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, একটিই রাস্তা। সেটিও দখল করা হয়েছিল। বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে পড়েছিল।
অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিশ্বাস বলেন, জমি নিয়ে জিয়ার সঙ্গে বিরোধ রয়েছে। সালিশে আমাকে ডেকেছিল। সমাধানের উদ্দেশ্যেই গিয়েছিলাম। জনদুর্ভোগ সৃষ্টির সঙ্গে আমি জড়িত নই।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, কিছু লোক চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। জনস্বার্থে অভিযানে ইটের দেয়াল গুঁড়িয়ে ও বালুর স্তূপ অপসারণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।