শ্রীপুরে মাটিতে পুঁতে রাখা বৃদ্ধার মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে তাল কুড়াতে গিয়ে নিখোঁজের ছয় ঘণ্টা পর কমলা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের একটি মাঠের কোণে মাটিতে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কমলা বেগম ওই গ্রামের কদম আলীর স্ত্রী।
নিহতের স্বামী কদম আলী জানান, সকালে স্ত্রী (কমলা বেগম) বাড়ির অদূরে তাল কুড়াতে যান। দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশী সাহেরা বেগম ঝোপঝাড়ের ভেতরে মাটি খোঁড়া দেখতে পান। পরে স্থানীয়রা মাটি খুঁড়ে কমলা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মরদেহের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।