কাপাসিয়ায় পূজা উদযাপন ফ্রন্টের দ্বিবার্ষিক সম্মেলন

গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখার উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকালে উপজেলা সদরে অবস্থিত মডিউল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জয়কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু জীবন ভৌমিক।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। আনুষ্ঠানটির উদ্বোধন করেন গাজীপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু বিধান কৃষ্ণ বর্মণ। সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহ রিয়াজুল হান্নান তার বক্তব্যে দেশের নির্বাচন, ছাত্র জনতার আন্দোলন এবং বিএনপির ভূমিকা উল্লেখ করে এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মিল্টন সরকার, সিনিয়র সহ-সভাপতি জীবন ভৌমিক, সহ-সভাপতি দীলিপ মজুমদার ও সঞ্জয় সরকার, সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র পাল, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম ধর, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র শীল। পরবর্তীতে ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হবে।