রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতিকালে আটক ২
বাগেরহাটের রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতিকালে ডাকাত দলের প্রধান মো. রিয়াজ (৩০) ও সহযোগী আল আমিনকে (৪০) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মোল্লাহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নরসিংদীর মাধবদি উপজেলার বাসিন্দা ডাকাত দলের প্রধান রিয়াজ ও গাজীপুর সদর উপজেলার বাসিন্দা সহযোগী আল আমিন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অভিযানকালে আটককৃতদের কাছ থেকে মোবাইল জ্যামার, দুইটি ককটেল, চার সেট পুলিশের পোশাক, ৫ লাখ ১৬ হাজার টাকা, গ্রিল ও গ্যাস কাটার এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডাকাত দলের আরও ৫-৬ জন পালিয়ে গেছে, তবে তাদের ধরার চেষ্টা চলছে।
ওসি আতিকুর রহমান আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ শনিবার (৩০ আগস্ট) বাগেরহাট জেলা আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।