পুলিশ সদস্য হত্যাচেষ্টা মামলায় ১১ আসামি কারাগারে

রাজধানীর আদাবরে আল আমিন নামে এক পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন— মো. জনি, রনি, রিনা বেগম, মরিয়ম বেগম, ওসমান, রেজওয়ান আহমেদ, রাজু ওরফে কাটাপ্পা রাজু, নাজির হাওলাদার, আলামিন ইসলাম, লুৎফুর রহমান, আবুল কালাম আজাদ।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষ বিচারক এই আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) আসামিদের রাজধানীর তেজগাঁও এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এজাহোরে বলা হয়েছে , গত ১ সেপ্টেম্বর রাত ১০টার পরে আদাবর থানা পুলিশ খবর পায় শ্যামলী হাউজিয়ের দ্বিতীয় প্রকল্পের শহীদুল ইসলামের বাড়ির ছাদে পলাশ নামে এক ব্যক্তিকে অপহরণ করে আটক রেখে মুক্তিপণ চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানার ফোর্সসহ মামলার বাদী ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা পুলিশের গাড়ির কাচ ভাঙচুর করে এবং পুলিশ সদস্যদের ওপর মরিচের গুড়া নিক্ষেপ করে। অতর্কিত আক্রমণ হয়েছে বুঝতে পেরে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে অস্ত্র বের করতে চাইলে আসামিরা সামুরাই ছুরি, দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা করে। এতে আল আমিন নামে এক পুলিশ সদস্য গুরুতর জখম হন৷ পরে পুলিশের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় আসামিরা পালিয়ে যায়।
এ ঘটনায় আদাবর থানার উপপরিদর্শক ইব্রাহিম খলীল ২ সেপ্টেম্বর হত্যাচেষ্টা মামলা করেন।