সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা বন্ধ, চলছে অভিযান

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ঝালকাঠি জেলার সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ রয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে নদীতে মৎস্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান চলছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আরোপিত এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন বলবৎ থাকবে। এই সময়ে ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রিও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। স্পিড বোট ও ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেওয়া হচ্ছে। একই সঙ্গে শহর, বন্দর ও গ্রামের বিভিন্ন হাটবাজার নজরদারিতে রাখা হয়েছে। এই সময়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে।
নিষেধাজ্ঞার সময়ে সরকার নিবন্ধিত জেলেদের জন্য ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করবে।