২০ কেজি ইলিশসহ আটক ৬ জেলেকে কারাদণ্ড

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে মৎস্য বিভাগ। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মা ইলিশ সংরক্ষণে স্পিড বোট ও ট্রলার নিয়ে মৎস্য বিভাগ এ অভিযান চালায়।
অভিযানের সময় রাজাপুর ও কাঁঠালিয়ায় ছয় জেলেকে আটক এবং এক বছর করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৬ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। জেলার চার উপজেলার মৎস্য কর্মকর্তাদের নেতৃত্বে ১৬টি টিম সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে দিনরাত অভিযান চালাচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে সুগন্ধা নদীতে অভিযান চালানো হয়। জেলেরা নদীতে নৌকা ও জাল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ছয় জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ১৬ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন বলবৎ থাকবে। কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি কমিটি কাজ করছে।