ফিলিস্তিনের সমর্থনে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা স্থগিত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শীর্ষক এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও।
আজ সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এই প্রতিবাদ সমাবেশ শুরু হয়, যা ঘণ্টাব্যাপী চলে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের স্পেশাল টার্ম পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনুর রশিদ এবং ছাত্র বিষয়ক পরিচালক ড. নাসমুস সাদাত বক্তব্য রাখেন। বক্তারা গাজায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।
সমাবেশ শেষে উপাচার্যের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হাদী চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। সেখানে গাজার নিপীড়িত মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এই কর্মসূচিতে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জোরালো বার্তা দেওয়া হয়েছে।