জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনের অংশগ্রহণে বাধা চায় না ফ্রান্স

ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার জেরে এবার প্রতিক্রিয়া জানাল ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো বলেছেন, আগামী মাসে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানে কোনো বাধা থাকা উচিত নয়। খবর এএফপির।
আজ শনিবার (৩০ আগস্ট) ডেনমার্কে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বারো এই মন্তব্য করেন। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কারো প্রবেশাধিকার নিষেধাজ্ঞার আওতায় আনা উচিত নয়।
এর আগে, স্থানীয় সময় শুক্রবার (২৯ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করে, তারা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ প্রায় ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাষ্ট্র জানায়, ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য একতরফা প্রচেষ্টা বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বলছে, এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইসরায়েল।