গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ জনের প্রাণহানি

গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ১৯ জন ত্রাণ প্রার্থী রয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার (৩০ আগস্ট) ভোরে গাজা শহরের পশ্চিমে নাসর পাড়ায় একটি বেকারিতে ইসরায়েলি বিমান হামলায় ১১ জন নিহত হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, তারা অবরুদ্ধ এই ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম এলাকাটি নিজেদের দখলে নেওয়ার পরিকল্পনা করছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা সতর্ক করে বলেছে, গাজা সিটিতে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকলে ১০ লাখ মানুষ আবারও বাস্তুচ্যুত হতে পারে।
এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ইসরায়েলি হামলায় তাদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি নিহত হয়েছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘের এক সমাবেশে যোগ দিতে বাধা দিয়েছে। এই সমাবেশে বেশ কয়েকটি মার্কিন মিত্র দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।
উল্লেখ্য, সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৬৩ হাজার ৩৭১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখ ৫৯ হাজার ৮৩৫ জন।
অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ১৩৯ জন নিহত হন ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।