কুষ্টিয়ায় নৌকার ভরাডুবি, ট্রাকের জয়জয়কার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/07/ec_bulding_1.jpg)
কুষ্টিয়ায় সব আসনের ফলাফল পাওয়া গেছে। এই জেলায় মোট ছয়টি আসনের মধ্যে মাত্র এককিটতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি সব কয়টিতে স্বতন্ত্রপ্রার্থী জয় পেয়েছেন। তাদের সবার প্রতীক ট্রাক।
এই জেলায় কুষ্টিয়া- ১ আসনে ট্রাক প্রতীক নিয়ে জিতেছেন স্বতন্ত্রপ্রার্থী মো. রেজাউল হক চৌধুরী। একই প্রতীকে কুষ্টিয়া-২ থেকে জিতেছেন মো. কামারুল আরেফিন ও কুষ্টিয়া-৪ থেকে আবদুর রউফ। শুধু কুষ্টিয়া-৩ আসনে জিতেছেন আওয়ামী লীগ মনোনীত প্রাথী। নৌকা প্রতীক নিয়ে এই আসনে জিতেছেন মো. মাহবুবউল আলম হানিফ।