অ্যামাজন প্রাইমে ফারহান আখতারের ‘তুফান’

বলিউড অভিনেতা ফারহান আখতার। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত অনুপ্রেরণামূলক স্পোর্টস ড্রামা ‘তুফান’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে এ বছরের ২১ মে।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের খবর, সিনেমাটিতে বক্সারের ভূমিকায় দেখা যাবে ফারহান আখতারকে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ম্রুণাল ঠাকুর, পরেশ রাওয়াল, সুপ্রিয়া পাঠক কাপুর ও হুসেইন দালালকে। ২৪০টি দেশ ও অঞ্চলে একযোগে সিনেমাটি মুক্তি পাবে, দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
সিনেমাটি প্রযোজনা করেছে এক্সেল এন্টারটেইনমেন্ট, সহযোগী প্রযোজনা সংস্থা রম্প (আরওএমপি) পিকচার্স।
সাত বছর আগে মুক্তি পেয়েছিল ফারহান আখতারের ‘ভাগ মিলখা ভাগ’। সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। সাত বছর পর ফের রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে কাজ করলেন ফারহান।