একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীন আর নেই

করোনায় আক্রান্ত একুশে পদকপ্রাপ্ত প্রবীণ অভিনেতা এস এম মহসীন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ অভিনেতার মৃত্যু হয়। এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে রাশেদ মহসীন।
জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সবশেষ তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। তাঁর ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
করোনা পজিটিভ হওয়ার পর তাঁকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে ৫ এপ্রিল তাঁকে ইমপালস হাসপাতালে নেওয়া হয়।
সবশেষ তিনি দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন।
প্রয়াত এস এম মহসীন মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।