এবারও ঈদ মাতাবেন ড. মাহফুজুর রহমান, গান নির্বাচন চলছে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/03/mafuzur_rahman.jpg)
প্রতি বারের মতো এবারের পবিত্র ঈদুল আজহায় গান শোনাবেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ২০১৬ সালের ঈদুল আজহায় নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনা-সমালোচনায় আসেন তিনি।
এর পর থেকে প্রত্যেক ঈদে তিনি নিয়মিত গাইছেন। এবার তাঁর একক সংগীতানুষ্ঠান প্রসঙ্গে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ জানিয়েছে, এবার ঈদেও থাকছে তাঁর একক গানের অনুষ্ঠান। এখন চলছে গান নির্বাচনের কাজ। সব ঠিক হলেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
গেল ঈদে ‘তুমি আমার প্রেয়সী’ শিরোনামে একক সংগীতানুষ্ঠানের গান পরিবেশন করেছিলেন ড. মাহফুজুর রহমান।