করোনাভাইরাস আতঙ্ক : বাংলাদেশে আসছেন না দেব
কয়েক দিন আগেই ছবির কাজে বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে আনন্দের সে খবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। তবে এবার ওই সফর বাতিলের খবর জানালেন দেব নিজেই।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, এরই মধ্যে থাইল্যান্ড সফর বাতিল হয়েছে দেবের। ‘কমান্ডো’ ছবির শুটিংয়ের কাজে আগামী ২২ মার্চ বাংলাদেশ সফরের কথা ছিল দেবের। কিন্তু করোনা আতঙ্কে ওই সফরও বাতিল করতে হলো দেবকে।
“আমি বাংলাদেশ যাচ্ছি না। করোনার জন্য আপাতত আমার ভ্রমণ বন্ধ। এই ভাইরাস আমার শুটিং পরিকল্পনা নষ্ট করে দিচ্ছে। মে মাসে আমার অভিনীত ছবি ‘হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী’ মুক্তি পাবে। এখন থেকেই ভাবছি কী করব? মু্ক্তির দিন কি পেছাতে হবে? বুঝতে পারছি না,” এক সাক্ষাৎকারে বলেন দেব।
একের পর এক সিনেমা হলে ছবি প্রদর্শন বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গও আনলেন দেব। দেব বলেন, ‘বন্ধ হয়ে গেছে ওডিশা ও দিল্লির সিনেমা হল। এবার পশ্চিমবঙ্গেও সিনেমা হল বন্ধ হবে। শেয়ারবাজার যেভাবে ধাক্কা খাচ্ছে, আমাদের অর্থনীতিতেও বড়সড় আঘাত আসবে। আমাদের রেস্তোরাঁ আছে। বাবা বলছিলেন লোক আসছে না। মানুষ ভয় পেলে আর সিনেমা দেখবে না।’ বোঝাই যাচ্ছে, চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে বেশ চিন্তিত দেব।
যৌথ প্রযোজনা ও ঢাকার ছবিতে এর আগে কলকাতার অনেক শিল্পী অভিনয় করলেও দেব কোনো ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করেননি। ‘কমান্ডো’র গল্পে দেখা যাবে, সন্ত্রাসবাদ ও জঙ্গি দমনে সরকারি একটি ফোর্স মিশনে নামে। সেখানে বিদেশে বসে নির্দেশনা দেওয়া প্রতিপক্ষের পাল্টা হামলায় বাংলাদেশজুড়ে এক ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। চলচ্চিত্রের গল্প লিখেছেন পরিচালক। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

অনলাইন ডেস্ক