করোনায় আক্রান্ত ‘গেম অব থ্রোনস’ তারকা ইন্দিরা

বিশ্বব্যাপী জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ তারকা ইন্দিরা ভার্মা জানিয়েছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
‘গেম অব থ্রোনস’ সিরিজের অভিনেতা ক্রিস্টোফার হিভজুর শরীরে কেভিড-১৯ ধরা পড়ার দুই দিন পর ইন্দিরা এ ঘোষণা দিলেন। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এইচবিওর মহাকাব্যিক ওই সিরিজে ইন্দিরা ভার্মা এলারিয়া স্যান্ডের চরিত্রে অভিনয় করেছেন। গতকাল বুধবার তিনি ইনস্টাগ্রামে এ খবর জানিয়ে লেখেন, ‘আমি শয্যায় এবং সেটা সুখকর নয়। নিরাপদে ও সুস্থ থাকুন এবং অন্যের প্রতি সদয় হোন।’
৪৬ বছর বয়সী এ অভিনেত্রী আরো লেখেন, বিশ্বে কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় তাঁদের শোসহ অনেক অনুষ্ঠান এখন অন্ধকারের মুখোমুখি। তাঁর আশা, খুব দ্রুতই ফিরে আসবেন। আগে করা রিহার্সেলের একাধিক ছবিও পোস্ট করেন তিনি।
হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্র্যী রিটা উইলসন, ইদ্রিস এলবা, ওলগা কুরিলেঙ্কো এবং র্যাচেল ম্যাথুসের পর করোনায় আক্রান্ত হলেন ইন্দিরা ভার্মা।