করোনায় মারা গেলেন কুমার ভাট্টি

তেলেগু পরিচালক কুমার ভাট্টি মারা গেছেন। ছবি : সংগৃহীত
করোনার দ্বিতীয় তরঙ্গ বিনোদন অঙ্গনের বহু মানুষের প্রাণ কেড়েছে। এবার করোনা কেড়ে নিল আরও এক তারকার প্রাণ। মাত্র ৩৯ বছর বয়সে মারা গেলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র পরিচালক কুমার ভাট্টি।
টাইমস অব ইন্ডিয়া ও ফিল্মিবিট ডটকমের খবর, ‘মা আব্বই’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল কুমার ভাট্টির। গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। বেশ কিছুদিন তিনি অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলামের গ্রেট এস্টার্ন মেডিকেল স্কুল অ্যান্ড হসপিটালে ভর্তি ছিলেন।
বিখ্যাত পরিচালক ভেনু উদুগুলা কুমারের মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক পাতায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। কুমার ভাট্টির মৃত্যুতে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।