‘কাভি খুশি কাভি গম’ সিনেমার সেই ‘পু’র কথা মনে আছে?

দর্শকনন্দিত বলিউডের সিনেমা ‘কাভি খুশি কাভি গম’-এ কারিনা কাপুরের শৈশবের চরিত্রে অভিনয় করেছিলেন মালবিকা রাজ। এ সিনেমায় তাঁর চরিত্রের নাম ছিল ‘পু’। কারিনা কাপুরও ‘পু’ নামে বেশ খ্যাত। সেই ছোট্ট মালবিকা এখন বড় হয়েছেন। আর ‘স্কোয়াড’ সিনেমা দিয়ে ফের আবির্ভূত হচ্ছেন। সম্প্রতি এ সিনেমায় মালবিকার প্রথম ঝলক প্রকাশ হয়েছে।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, ‘স্কোয়াড’ সিনেমার ফার্স্ট লুকে মালবিকাকে অ্যাকশন অবতারে দেখা যাচ্ছে, হাতে রাইফেল। এই অ্যাকশন থ্রিলারে মালবিকাকে একইসঙ্গে খুনে ও লাস্যময়ী ভঙ্গিতে দেখা যাবে। রোমান্সও করবেন তিনি।

পত্রপত্রিকার খবর, এ সিনেমায় রিনজিং ডেনজংপার বিপরীতে দেখা যাবে মালবিকা রাজকে। বলিউড অভিনেতা জগদীশ রাজের মেয়ে মালবিকা। সিনেমাটি পরিচালনা করেছেন জ্যোতি কাপুর দাস। এর অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন অস্ট্রেলীয় স্টান্ট কো-অর্ডিনেটর কায়ার বেক, যিনি ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’, ‘ক্যাসিনো রয়্যাল’ ও ‘সান অ্যান্ড্রেয়াস’-এর জন্য বিখ্যাত।