ক্যানসারে মারা গেলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সরণ্য

মালয়ালাম অভিনেত্রী সরণ্য সসি মারা গেছেন। ছবি : সংগৃহীত
ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে পরাস্ত হলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সরণ্য সসি (৩৫)। গতকাল (৯ আগস্ট) এ মালয়ালাম অভিনেত্রী কেরালার তিরুবনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের খবর, ২০১২ সালে সরণ্য সসির ব্রেইন টিউমার ধরা পড়ে। শল্যচিকিৎসার পর অবশ্য টিউমার সরানো হয়। পত্রপত্রিকার খবর, সাত বার তাঁর ব্রেইন সার্জারি করা হয় এবং পরে তাঁর শরীরের বাঁ পাশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তাঁর আর্থিক সংকটের খবরও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছিল।
২০০৬ সালে ‘চাকো রন্দামান’ সিনেমা দিয়ে অভিষেক হয় সরণ্য সসির। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ছোটা মুম্বাই’ (২০০৭), ‘থালাপ্পাভু’ (২০০৮) ও ‘অন্নামারিয়া কালিপিলানু’ (২০১৬)। ছোট পর্দারও জনপ্রিয় মুখ ছিলেন তিনি।