চিকিৎসকেরা আশাবাদী, ফারুকের জন্য দোয়া চাইলেন স্ত্রী

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শুয়েই জীবনের ৭৩ বসন্তে পা রাখলেন ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান দুলু। যদিও নিজের জন্মদিন নিয়ে সেই ১৯৭৫ সাল থেকে কোনও উচ্ছ্বাস নেই ১৯৪৮ সালে আজকের দিনে (১৮ আগস্ট) মানিকগঞ্জে জন্ম নেওয়া ঢাকাই সিনেমার মিয়া ভাইয়ের।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর নিজের এই বিশেষ দিনটি পালন করেন না চিত্রনায়ক ফারুক। চলতি বছরের ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছিল আকবর হোসেন পাঠান দুলুকে। সেই থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এই অভিনেতা।
জন্মদিনে ফারুকের শারীরিক অবস্থা প্রসঙ্গে সিঙ্গাপুর থেকে তাঁর স্ত্রী ফারহানা পাঠান এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ফারুক আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো হচ্ছে। উন্নতির দিকে আছে; আল্লাহর অশেষ রহমতে গত চার-পাঁচ মাস আগে যে অবস্থায় ছিল, ওখান থেকে ভালোর দিকে আছে। এটা আস্তে আস্তে ঠিক হবে, ডাক্তাররা অনেক আশাবাদী। ইনশা আল্লাহ, আপনাদের সবার দোয়ায় ফারুক এই বিপদ থেকে বের হবে।’
চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তাঁর। এর পর তিনি পরিণত হন অন্যতম জনপ্রিয় নায়কে।