৩৭ দিন পর আইসিইউ থেকে কেবিনে ফারুক

ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান দুলুর (ফারুক) শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ৩৭ দিন পর এই অভিনেতাকে ২৭ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে।
এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করে সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান বলেন, ‘ফারুকের শারীরিক অবস্থা উন্নতির দিকে। উনি এখন কথা বলছেন। সবাই দোয়া করবেন উনার জন্য।’
এর আগে ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছিল আকবর হোসেন পাঠান দুলুকে। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ২১ মার্চ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তার আগেও দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। সবশেষ তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তাঁর। এরপর তিনি পরিণত হন অন্যতম জনপ্রিয় নায়কে।