জন্মদিনে শিশুদের সাহায্যে কোটি টাকা দিলেন হোপ

দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত ব্যান্ডদল বিটিএস তারকা জে-হোপের জন্মদিন ছিল গতকাল (১৮ ফেব্রুয়ারি)। নিজের জন্মদিন উপলক্ষে এই গায়ক শিশুদের সাহায্যে কোটি টাকা অনুদান দিয়েছেন।
ব্রিটিশ সংগীতবিষয়ক গণমাধ্যম এনএমই ডটকমের খবর, জন্মদিনে ১৫০ মিলিয়ন ওন (বাংলাদেশের মুদ্রায় যা কোটি টাকার বেশি) অনুদান দিয়েছেন এ বিটিএস তারকা, যা দৃষ্টি এবং শ্রবণ প্রতিবন্ধী শিশুদের সমর্থনে দক্ষিণ কোরিয়ার শিশু তহবিলে যাবে। তবে এমনটা প্রথম নয়, করোনার সময়েও এই তারকা ১০০ মিলিয়ন ওন অনুদান দিয়েছিলেন।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে জে-হোপ বলেছেন, ‘আমি শুনেছি, দীর্ঘায়িত করোনা সংকটের কারণে অরক্ষিত পরিবারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিবন্ধী শিশুদের জন্য জরুরি সহায়তা প্রয়োজন। আমি আশা করি, এই অনুদান প্রতিবন্ধী শিশুদের সহায়তা করার ক্ষেত্রে সামাজিক আগ্রহকে আরও বাড়িয়ে তুলবে।’
জে-হোপ দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে জন্মগ্রহণ করেন। পরিবারে তাঁর মা, বাবা এবং একজন বড় বোন আছেন। বিটিএসে যোগদানের আগে তিনি আন্ডারগ্রাউন্ড ড্যান্স টিম নিউরনের অংশ ছিলেন এবং গুয়াংজু মিউজিক একাডেমিতে নৃত্যের ক্লাস নিতেন। ২০১৩ সালে তিনি বিটিএসে যোগ দেন।