টিকটকে প্রথম ভিডিও দিয়ে টেইলর সুইফট বললেন, ‘খেলা শুরু’

বিশ্বখ্যাত মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার টেইলর সুইফটের ভক্তদের জন্য সুখবর! সম্প্রতি জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে যুক্ত হয়েছেন তিনি। শেয়ার করেছেন প্রথম ভিডিও। মাধ্যমটিতে যুক্ত হওয়ায় টিকটক কর্তৃপক্ষ টেইলর সুইফটকে অভিনন্দন জানিয়েছে।
মার্কিন সাময়িকী ইউএস ম্যাগাজিনের খবর, টিকটকে এ ভিডিয়োর মাধ্যমে টেইলর সুইফ তাঁর পুরোনো অ্যালবাম ‘রেড’-এর পুনঃরেকর্ডকৃত ভার্সন প্রি-অর্ডারের বার্তা দিয়েছেন। সেই বার্তা দিয়ে টেইলর বলেছেন, ‘আমি টিকটকে, এ বার খেলা শুরু।’
ভিডিয়োতে র্যাপার ডেভের ‘স্ক্রুফেস ক্যাপিটাল’-এর গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যায় টেইলরকে।
টেইলর সুইফটের চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘রেড’ (টেইলর’স ভার্সন) পাওয়া যাবে ১৯ নভেম্বর থেকে। এর আগে এ গায়িকা জানিয়েছিলেন, অ্যালবামটিতে ৩০টি গান এবং ‘অল টু ওয়েল’-এর ১০ মিনিটের অতিরিক্ত ভার্সন যুক্ত থাকবে।
গেল মাসে টেইলর সুইফট জানিয়েছিলেন, তিনি তাঁর সব পুরোনো গান নতুন করে রেকর্ড করছেন।