‘ডার্টি পিকচার’ অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বলিউড অভিনেত্রী আরিয়া ব্যানার্জি মারা গেছেন। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী আরিয়া ব্যানার্জি (৩৫) মারা গেছেন। শুক্রবার (১১ ডিসেম্বর) দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের নিজ অ্যাপার্টমেন্ট থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
টাইমস অব ইন্ডিয়ার বরাতে এ খবর জানিয়েছে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল। প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়া দরজা না খুললে তাঁর গৃহপরিচারিকা পুলিশকে জানায়। এর পরেই পুলিশ গিয়ে বিছানায় নাকে রক্তপাত ও বমিসহ তাঁর মৃতদেহ উদ্ধার করে। অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
আরিয়ার আসল নাম দেবদত্ত বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন বিখ্যাত সেতারবাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ কন্যা। ‘লাভ সেক্স অউর ধোকা’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এবং পরে মিলন লুথরিয়ার ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় অভিনয় করেছিলেন।