নদীর স্রোত যেদিকে যাবে, সেদিকে ধাবিত হব : তিশা
আকাশে তখন একের পর এক আতশবাজি ফুটে চলছে। ঢাকার আকাশ যেন প্রস্তুত ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে। এমন সময় চলভাষে নতুন বছরের শুভেচ্ছা জানানো হলো জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। ও প্রান্ত থেকেও এলো একই শুভেচ্ছা বার্তা।
নতুন বছর যেহেতু তখনো শুরু হয়নি, তিশার কাছে জানতে চাওয়া কেমন গেল ২০২০? তিশার কাছে বছরটা ‘শিক্ষণীয়’। এই ‘শিক্ষণীয়’ ব্যাপারটা তিশা দীর্ঘ করেছেন এভাবে, ‘২০২০ সাল কেমন কাটল—এই প্রশ্নের উত্তর প্রপারলি কেউ দিতে পারবে কি না, আমি জানি না। আমার ২০২০...আসলে ২০২০ তো অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, অনেক কিছু শিখলাম। নতুন একটা জীবনযাপনের মাধ্যম শিখলাম প্যান্ডেমিকে। আমার কাছে মনে হয় ২০২০ আমাদের জন্য একটা শিক্ষণীয় বছর ছিল।’
তিশার এমন উত্তরের পর, ২০২১ সালের পরিকল্পনার কথা জানতে চাওয়ার আগেই তিশার উত্তর—পরিকল্পনা নেই। এনটিভি অনলাইনকে তিশা বললেন, ‘কোনো পরিকল্পনা নেই। কারণ নদীর স্রোত যেদিকে যাবে, আমি সেদিকে ধাবিত হব... পরিকল্পনা করে আমি তো কখনো এগোই না, আমার ক্যারিয়ার নিয়ে আমি কখনো খুব বেশি পরিকল্পনা করিও না। যখন যে কাজ আসবে, সেটাই মন দিয়ে করার চেষ্টা করব, ভালো কিছু করার চেষ্টা করব।’
তিশা ‘ভালো কিছু’ করার কথা বলতেই তাঁর সিনেমার কথা মনে পড়ল। তিশার সিনেমা মানেই নতুন চমক। আসল চমকটা কোথায়, তিশায় নাকি অন্য কোথাও? তিশা ব্যাপারটা ব্যাখ্যা করেছেন এভাবে, ‘আমার কাছে নতুন চমক, আমি সিনেমা খুব একটা বেশি করি না সেজন্য। স্ক্রিপ্টের ওপর বেশি মনোযোগ দেই। নতুন চমক বলতে ভালো গল্পে কাজ করার চেষ্টা করি। এটাই হয়তো বা চমক।’
এই চমকের নতুন কোনো খবর আছে কি না, এমন প্রশ্নে তিশার ছোটো উত্তর, ‘কথা তো হচ্ছে অনেক সিনেমা নিয়ে, কিন্তু এখন পর্যন্ত ডিসক্লোজ করতে চাই না, সময় এলে সবাই জানতে পারবে।’
তিশার এই ‘সময়ের’ জন্য অপেক্ষায় থাকা দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিশা। আর এই শুভেচ্ছা বার্তায় শেষ হয়েছে তিশার সঙ্গে বছরের শেষ কথোপকথনও।