বাবা হারালেন মনোজ বাজপেয়ি

বাবা হারালেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি। ছবি : সংগৃহীত
বাবা হারালেন বলিউডের তারকা অভিনেতা মনোজ বাজপেয়ি। আজ রোববার সকালে মনোজের বাবা আর কে বাজপেয়ি ৮৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, গেল মাসে মনোজ বাজপেয়ির বাবা অসুস্থ হন। বেশ কিছুদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বাবার মৃত্যুর খবর পেয়ে দ্রুত দিল্লির উদ্দেশে রওনা দেন মনোজ।
মনোজ বাজপেয়ি কেরালায় শুটিংয়ে ব্যস্ত ছিলেন। বাবার মৃত্যুর খবর পেয়ে দ্রুত দিল্লিতে যান তিনি। দুপুর দেড়টার দিকে দিল্লির নিগম বোধ ঘাটে মনোজের বাবার শেষকৃত্য সম্পন্ন হয়।