মাত্র ৩১ বছরে চলে গেলেন অভিনেত্রী কিম

কোরীয় অভিনেত্রী কিম মি সু মারা গেছেন। ছবি : সংগৃহীত
কোরীয় ড্রামা ‘স্নোড্রপ’খ্যাত অভিনেত্রী কিম মি সু আর নেই। মাত্র ৩১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন এই তরুণী।
ওসেনের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করা গেলেও কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।
কিম মি সুর শেষকৃত্য হবে তিনাং সাংজম ফিউনারেল হোমে। ওসেনে কিমের মৃত্যুর খবর প্রকাশের পর তাঁর এজেন্সি ল্যান্ডস্কেপ এন্টারটেইনমেন্ট ওই খবর নিশ্চিত করে অনুরোধ করেছে, অভিনেত্রীর মৃত্যুর খবরকে কেন্দ্র করে যেন কোনও গুজব বা চটকদার খবর প্রকাশ করা না হয়। প্রয়াতের পরিবার গভীরভাবে শোকগ্রস্ত।
‘হেলবাউন্ড’, ‘হাই বাই মামা’, ‘দ্য স্কুল নার্স ফাইলস’সহ বেশ কিছু জনপ্রিয় ড্রামায় অভিনয় করেছেন কিম মি সু।