মারা গেছেন প্রযোজক নাসির উদ্দিন দিলু

প্রযোজক নাসির উদ্দিন দিলু। ছবি : সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য ও প্রযোজক নাসির উদ্দিন দিলু মারা গেছেন। আজ সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম বলেন, ‘উনি (নাসির উদ্দিন দিলু) কিছুদিন আগে সিঁড়ি থেকে পড়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে জানা যায়, উনি করোনায় আক্রান্ত ছিলেন। আজ সকাল ১০টার দিকে তিনি মারা গেছেন।’
নাসির উদ্দিন দিলু ১৫টির বেশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। দুবার সভাপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির। চার বছর সেন্সর বোর্ডের অন্যতম সদস্য হিসেবে কর্মরত ছিলেন।