মুম্বাই টু কলকাতা : ব্যস্ত শিডিউলে নুসরাত ফারিয়া
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/02/16/nusrat_faria.jpg)
কলকাতার নন্দীগ্রামে সবশেষ এক পল্লি-উৎসব মাতাতে দেখা গিয়েছিল দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। গেল জানুয়ারির শেষ দিন বিকেলে এনটিভি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে উড়াল দিচ্ছেন ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর আলোচিত সিনেমাটিতে শেখ হাসিনার একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।
নুসরাত ফারিয়া এবার জানালেন তাঁর ব্যস্ত মুম্বাই টু কলকাতা শিডিউলের খবর। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, মার্চের শেষ অবধি ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে মুম্বাইয়ে অবস্থান করবেন তিনি। তারপর উড়াল দেবেন কলকাতায়। এপ্রিলে ‘ভয়’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। এপ্রিলের মধ্যভাগে ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুট করবেন বাংলাদেশের এই অভিনেত্রী।
‘বঙ্গবন্ধু’ সিনেমাটি পরিচালনা করছেন ভারতের বিশিষ্ট পরিচালক শ্যাম বেনেগাল। তাঁর সঙ্গে কাজ করা প্রসঙ্গে নুসরাত ফারিয়ার ভাষ্য, ‘শ্যাম স্যার খুবই বিনয়ী এবং শেষ শটের আগে সব দৃশ্য বিস্তারিত বুঝিয়ে দেন। শেখার জন্য এটা আমার দারুণ অভিজ্ঞতা।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/02/16/151220572_3063013807251987_8502629667034929351_o.jpg 687w)
এর আগে নুসরাত ফারিয়া বলেছিলেন, ২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করবেন। তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, করোনা-পরিস্থিতি আরও ভালো হলে বিয়ের সিদ্ধান্ত নেবেন তাঁরা।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং শুরু হয়েছে এ বছরের ২৫ জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে।