লোমহর্ষক খুনের গল্পের নায়িকা দীঘি
নব্বই দশকের একটি মার্ডারকে কেন্দ্র করে এবার নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘মার্ডার ৯০’। যেখানে জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও প্রার্থনা ফারদিন দীঘি।
নতুন এই ওয়েব ফিল্ম নিয়ে বেশ উচ্ছ্বসিত দীঘি। জানালেন, ‘আজ থেকে শুট করছি ফিল্মটির। হোপফুলি ভালোই হবে সবকিছু। এই জুটিটা মানুষ কেমনে নেয় সেটাও দেখার বিষয়।’
আরটিভি প্লাসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘মার্ডার ৯০’; ৯০ দশকের একটা খুনের ঘটনা কে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই লোমহর্ষক খুনের আসামিকে নানা নাটকিয়তায় খুঁজে বের করা হয়। ঐ সময়ের সামাজিক পারিপার্শ্বিক অবস্থা ও সম্পর্কের দ্বন্দ গুলো এ গল্পে উঠে এসেছে।
এই ফিল্মে আরও অভিনয় করেছেন রুনা খান, সাজু খাদেম, শিল্পি সরকার অপু সহ বেশ কিছু অভিনয় শিল্পী।
ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদে মুক্তি এটি আরটিভি প্লাসে মুক্তি দেওয়া হবে।