সালমান আসছেন ১৩ মে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/03/13/salman.jpg)
সিনেমাটির দৃশ্যে বলিউড সুপারস্টার সালমান খান। ছবি : সংগৃহীত
আগেই জানিয়েছিলেন, এবারের ঈদে আর মিস হবে না। সেই কথা রাখলেন বলিউড ভাইজান সালমান খান। জানালেন, ঈদ উপলক্ষে ১৩ মে মুক্তি পাবে তাঁর ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমা।
অন্তর্জালে নিজের সিনেমার পোস্টার শেয়ার করেই এই তথ্য জানিয়েছেন সালমান খান। ২০১৯ সালের অক্টোবরে পোস্টার মুক্তির মাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন এই তারকা।
সালমান খান ফিল্মস, সোহেল খান প্রোডাকশনস এবং রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন প্রভুদেবা।
গেল বছরের ঈদে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। এ ছাড়া সিনেমাটিতে দেখা যাবে জ্যাকি শ্রফ, জরিনা ওয়াহাব, রণদীপ হুদাসহ অনেককে।