সড়ক দুর্ঘটনায় বন্ধুসহ প্রাণ হারালেন তেলেগু নায়িকা

ভারতের তেলেগু ভাষার জনপ্রিয় অভিনেত্রী গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার খবর, ২৬ বছর বয়সে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন গায়ত্রী। অন্তর্জালে তাঁর অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে।
খবরে প্রকাশ, হলি উদযাপনের পর বন্ধু রাঠোরের সঙ্গে শুক্রবার (১৮ মার্চ) রাতে বাড়ি ফিরছিলেন গায়ত্রী। রাঠোর গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে আঘাত হানে গাড়ি। ঘটনাস্থলেই নিহত হন চিত্রনায়িকা গায়ত্রী আর রাঠোরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তিনিও মারা যান। এ ছাড়া এ দুর্ঘটনায় ৩৮ বছর বয়সি এক পথচারী নারী মারা গেছেন।
গায়ত্রীর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় উপচে পড়ছে। তেলেগু সিনে-অঙ্গনে নেমে এসেছে শোক। অনেক তারকা এ মর্মান্তিক ঘটনায় শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
গায়ত্রীর আসল নাম ডলি ডি ক্রুজ। ইউটিউবার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তাঁর ইউটিউব চ্যানেলের নাম জলসা রায়ুডু। সিনেমা ছাড়াও ওয়েব সিরিজে কাজ করেছেন। কাজ করেছেন তামিল সিনেমায়।