১২ বছর পর জেমসের গান
দীর্ঘ এক যুগ পর নিজের লেখা ও সুরে নতুন গান নিয়ে চাঁদরাতে হাজির হচ্ছেন দেশের শীর্ষ রক-তারকা ফারুক মাহফুজ আনাম জেমস। ‘বসুন্ধরা ডিজিটাল’ শিরোনামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত গানের চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে। যদিও গানটি প্রসঙ্গে অন্য আর কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
বিরতির পর গানে ফেরা প্রসঙ্গে জেমস জানিয়েছেন, গানের প্রযোজনা প্রতিষ্ঠানের ‘আপ্রোচ’ ভালো লাগায় তিনি গানে ফিরছেন; এবার নিয়মিতও হবেন।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, জেমসের সঙ্গে তাদের কয়েকটি গানের চুক্তি হয়েছে, প্রথম গানটি চাঁদরাতে প্রকাশ হবে।
জেমসের সবশেষ প্রকাশিত অ্যালবাম ছিল ‘কাল যমুনা’। ২০০৯ সালে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয়েছিল। এরপর সিনেমার জন্য বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন এই সংগীত তারকা।