১৫০ কোটিতে অক্ষয়ের নতুন সিনেমা কিনছে ডিজনি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/04/30/akshay_kumar_bell_bottom.jpg)
বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের স্পাই-থ্রিলার ‘বেল বটম’ সিনেমা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল আগামী ২৮ মে। তবে ভারতজুড়ে করোনাভাইরাসে বিপর্যস্ত পরিস্থিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।
সিনেমাটির প্রযোজক নিক্কিল আদবানি ও পূজা এন্টারটেইনমেন্ট। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া প্রসঙ্গে নিক্কিল আদবানি বলিউড হাঙ্গামাকে বলেন, ‘আমি বিশ্বাস করি, এটি বিবেচনা করা হচ্ছে। তবে চূড়ান্ত কথা পূজা এন্টারটেইনমেন্ট বলতে পারবে।’
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে ‘বেল বটম’। হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণের খবর বলছে, ১৫০ কোটি রুপিতে সিনেমাটি কেনার প্রস্তাব দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি আর তাতেই রাজি প্রযোজক। তবে সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে সে তথ্য এখনও নিশ্চিত করা যায়নি।
রঞ্জিত তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন বনি কাপুর, হুমা কুরেশি, লারা দত্তসহ অনেকেই।